রাজবাড়ীতে নানা আয়োজনে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মাট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। আজ বুধবার সকালে জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক ড. মো. শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
আলোচনা সভায়, বালিয়াকান্দি উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার, মৎস্য কর্মকর্তা মোছা. হালিমা সরদার, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সজল মোস, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বক্তব্য রাখেন।
তিন দিনব্যাপী মেলায় ৮টি স্টলে আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহারসহ নিরাপদ ও বিষমুক্ত কৃষি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
আগামী শুক্রবার বিকালে তিন দিনব্যাপী মেলা শেষ হবে।
বিডি প্রতিদিন/হিমেল