প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। দূর থেকেই পথচারীদের চোখে ধরা দেয় বিস্তীর্ণ এলাকাজুড়ে ফুটে থাকা শাপলা।
নীলফামারী চাঁদের হাট তিস্তা সেচ ক্যানেলের পাশে রামনগর ইউনিয়নের দোলা পাড়া গ্রামের একটি খালে মুগ্ধতা ছড়াচ্ছে লাল শাপলা ফুল। ভেজা স্নিগ্ধ এসব শাপলাগুলো গ্রামীণ জনপদের শীতের আবহকে কয়েকগুণ বাড়িয়ে তুলেছে।
লাল শাপলা বা রক্ত কমল খুব ভোরে ফোটে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাপড়ি নিস্তেজ হয়ে যায়। তাই শাপলার এ সৌন্দর্য উপভোগ করতে হলে খুব ভোরে উঠতে হবে। প্রতিটি কাণ্ডে একটি করে ফুল ফোটে। পাতা পানিতে ভেসে থাকে, আর কাণ্ড পানির নিচে মাটির সঙ্গে যুক্ত থাকে। পাতাগুলো গোল ও সবুজ বর্ণের হয়। কিন্তু নিচের দিকে থাকে কালো রং। যখন পানি শুকিয়ে যায়, তখন সব শাপলা মরে যায়। পরবর্তী বছর মাটিতে থেকে যাওয়া গোড়া ও মোথা থেকেই আবার জন্ম নেয় লাল শাপলা।
চাঁদের হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরে আলম বাবু বলেন, দৃষ্টিনন্দন শাপলা ফুল ফুটেছে খালের পানিতে। ওই এলাকাজুড়ে বর্তমানে এই শাপলা ফুল মুগ্ধতা ছড়াচ্ছে। তিস্তা সেচ ক্যানেল দিয়ে যাতায়াতের পথে পথচারীরা এখানে এসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন।
বিডি প্রতিদিন/এমআই