বরিশাল মহানগরে প্লাস্টিকের বোতলে ছাদে ধান চাষ করে সফল হয়েছে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস (ইনমাস) কর্তৃপক্ষ। তাদের ভবনের ছাদে কালিজিরা জাতের ধানের চাষ করা হয়েছে। ফলনও ভালো পেয়েছে। ছাদে ধান চাষ দেখতে আসছেন লোকজন।
ইনমাস বরিশালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও পরিচালক ডা. নাফিসা জাহান (স্বপ্না) বলেন, ‘বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে এ প্রতিষ্ঠানটির অবস্থান। বর্তমানে প্রতিষ্ঠানে চলছে উন্নয়নমূলক কর্মকাণ্ড। তাই ছাদে ধান চাষ করা হয়েছে। ফেরিওয়ালার কাছ থেকে সংগ্রহ করা ২ ও ৫ লিটারের প্লাস্টিকের ৫০০ বোতলে ১ কেজি ধানের বীজ আবাদ করা হয়েছে। অন্য বাগানের মতো বাড়তি খরচ হয়নি, আমাদের নিচের বাগানের বার্ষিক বাজেটের মধ্য থেকেই এখানে খরচ করা হয়েছে।’ বাগানের পরিচর্যাকারী ও মালী আনোয়ার হোসেন জানান, প্রতিষ্ঠানটিতে উন্নয়নমূলক কাজ চলমান থাকায় নিচে বাগানের কাজ পরিচালনা করা সম্ভব ছিল না। তাই মূল ভবনের ছাদে বাগান করার কথা জানান কর্মকর্তাদের। বিশেষ করে প্রধান চিকিৎসা কর্মকর্তা ও পরিচালক সায় দেন। পরে বার্ষিক নার্সারির খরচের মধ্যেই ধান চাষের এ উদ্যোগ নেওয়া হয়। তিনি জানান, ছাদজুড়ে কয়েক শ বোতলের গাছে এখন ধান হয়েছে। তিনি বলেন, পরীক্ষামূলক উদ্যোগেই এখন সফল, তাই খুবই ভালো লাগছে। তেমন খরচ ও পরিশ্রমও হয়নি। পোকামাকড়ের বালাইও তেমন একটা নেই। আর তেলের বোতলে ধান চাষ করার কারণে মাটির সঙ্গে পানিও ধরে রাখা সম্ভব হয়েছে।
প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, প্রধান চিকিৎসা কর্মকর্তা ও পরিচালকের উদ্যোগে এবং মালী আনোয়ার হোসেনের প্রচেষ্টা ও পরিচর্যায় এ রকম একটি ছাদকৃষি হবে কেউ কল্পনা করেননি। তাঁরা চান এটি আরও ছড়িয়ে পড়ুক।
বিডি প্রতিদিন/এমআই