বরিশাল নগরীর রাজাবাহাদুর সড়কের হিম নীড়ের দিঘিতে এবার ফোটেনি শ্বেতপদ্ম। দুর্লভ শ্বেতপদ্ম না ফোটার কারণ অনুসন্ধান করতে দিঘি পরিদর্শন করেছে বিআইডব্লিউটিএর একটি তদন্ত টিম।
বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম জানান, বিআইডব্লিউটিএর গঠিত চার সদস্যের একটি তদন্ত টিম বৃহস্পতিবার দিঘি পরিদর্শন করেছে। তারা দিঘি থেকে পানি ও মাটি সংগ্রহ করে পরীক্ষার জন্য কৃষি অফিসে পাঠিয়েছেন।
তিনি জানান, পুকুরে শ্বেতপদ্মে পাতা পাওয়া গেছে। প্রচুর তেলাপিয়া মাছও রয়েছে পুকুরে।
ধারণা করা হচ্ছে, তেলাপিয়া মাছ গাছ খেয়ে ফেলায় হয়তো এ বছর পদ্ম ফুল ফোটেনি। তারপরে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। ১৯৬৫ সালে মেরিন ওয়ার্কশপের তৎকালীন ম্যানেজার জার্মান নাগরিক ইলিগনর বিশেষ ব্যবস্থায় মাটির পাত্রে দুর্লভ কিছু শ্বেতপদ্ম গাছ সংগ্রহ করে পুকুরের তলদেশে রোপণ করেন। এরপর পুরো পুকুর সাদা পদ্মে ছেয়ে যায়।
বিডি-প্রতিদিন/বাজিত