নওগাঁর বদলগাছীতে ছাত্রছাত্রীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘ বদলগাছী শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শুভসংঘ বদলগাছী শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার রঞ্জন কুন্ডু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক শ্রী সবুজ কুমার মন্ডল, সাইদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, সহকারী প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, বোরহান উদ্দিন, সিনিয়র শিক্ষক আজিজুল হক, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম, কামাল হোসেন, মলিন চন্দ্র মন্ডল, শুভসংঘের সম্পাদক মোছাদ্দেক হোসেন মূসা, শুভসংঘের প্রধান উপদেষ্টা কালেরকণ্ঠ প্রতিনিধি এমদাদুল হক দুলু প্রমুখ।
বক্তারা বলেন, অনেক ছাত্রছাত্রী পাঠ্য বইয়ে মনোযোগী নয়, স্কুলে অনিয়মিত, অহেতুক বাহিরে ঘুরে বেড়ায়, অবহেলা অমনোযোগির কারণে অনেক ছাত্রছাত্রী স্কুল থেকে ঝড়ে পড়ে। স্কুলে আসার পর দু একটি ক্লাস করার পর চলে যায়। এতে তারা মাধ্যমিকের গণ্ডি পেরুতে পারে না। এ সকল ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি মনোযোগ বৃদ্ধি করতে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। সভায় বাল্য বিয়ে ও মাদক প্রতিরোধে আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/এমএস