১৩ ডিসেম্বর, ২০১৭ ০৯:৫৪

ব্যাটিংয়ে গেইল বোলিংয়ে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিংয়ে গেইল বোলিংয়ে সাকিব

ক্রিস গেইল ছক্কার ফুলঝুরি ছুটিয়ে মন জয় করেছেন ভক্তদের। ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করে ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন এভিন লুইস, লুক রনচি, পোলার্ড আর আফ্রিদিরাও। বল হাতে সবচেয়ে বিধ্বংসী ছিলেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। তালিকায় আছেন আবু জায়েদ রনি, হাসান আলি, মোহাম্মদ সাইফুদ্দিন আর আফ্রিদিরা। অলরাউন্ড নৈপুণ্যে অবশ্য সবাইকে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান। বল আর ব্যাট হাতে সমানভাবেই গর্জন করেছেন তিনি। টুর্নামেন্ট-সেরা হওয়ার দৌড়ে ছিলেন ঢাকার অধিনায়কও। তবে সবাইকে পেছনে ফেলে টুর্নামেন্ট-সেরার পুরস্কার জিতলেন ক্রিস গেইল। রংপুর রাইডার্সের এই ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান আরও অনেক পুরস্কার নিয়ে বাড়ি ফিরলেন। ছক্কা মারার দিক থেকে বিপিএলের পঞ্চম আসরে কাঙ্ক্ষিতভাবেই শীর্ষে আছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। তিনি ১১ ম্যাচ খেলে ৪৭টি ছক্কা মেরেছেন।

 

এর মধ্যে ফাইনালে মেরেছেন ১৮টি। এ ছাড়া খুলনার বিপক্ষে মেরেছিলেন ১৪টি ছক্কা। ছক্কা মারার দিক থেকে তালিকায় আছেন এভিন লুইস (২৬টি) আর লুক রনচি (২১টি)। চার মারার দিক থেকে অবশ্য সবার ওপরে আছেন তামিম ইকবাল (৪৫টি)। রানের দিক থেকেও ক্রিস গেইলই সবার ওপরে। তিনি ১১ ম্যাচে ৪৮৫ রান করেছেন। ব্যাট হাতে স্থানীয়রা খুব একটা ভালো করতে না পারলেও বোলিংয়ে তারাই সেরা স্থান দখল করে রেখেছেন এবারের বিপিএলে। সাকিব আল হাসান (২১টি) ও আবু জায়েদ রনি (১৮টি) তালিকার শীর্ষ দুটি স্থান দখলে রেখেছেন। তিন নম্বরে আছেন পাকিস্তানের হাসান আলি (১৬টি)। এর পরই আবারও স্থানীয়দের দাপট (মোহাম্মদ সাইফুদ্দিন, ১৬টি)। মাত্র সাত ম্যাচে ১৫টি উইকেট শিকার করে শহীদ আফ্রিদি আছেন পাঁচ নম্বরে। তিনি ব্যাট হাতেও করেছেন ১২৬ রান। অলরাউন্ড নৈপুণ্যে সাকিব আল হাসান দুর্দান্ত খেলেছেন। তিনি বল হাতে জ্বলে ওঠার পাশাপাশি ব্যাট হাতে সংগ্রহ করেছেন ১৮৫ রান। অলরাউন্ড নৈপুণ্যে সাকিব ও আফ্রিদিকেও ছাড়িয়ে গেছেন রবি বোপারা। তিনি ব্যাট হাতে ৩৬৫ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৭ উইকেট।

বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

সর্বশেষ খবর