অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার রুদ্রুদি গ্রামে বিনামূল্যে টিউবওয়েল স্থাপন করেছে বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৮ মে) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার উপদেষ্টা মো. ফারুক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ মহতী উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে। এতে রুদ্রুদি গ্রামের কয়েকটি পরিবারের সুপেয় পানির অভাব দূর হলো এবং নলকূপ ব্যবহার করে পানির আনুষঙ্গিক চাহিদা মেটাতে আর কোনো কষ্ট হবে না।
টিউবওয়েল স্থাপন প্রসঙ্গে মো. ফারুক আহমেদ বলেন, পানির অপর নাম জীবন। তবে এটা অবশ্যই বিশুদ্ধ পানি হতে হবে। দৈনন্দিন জীবনে পানির গুরুত্ব অপরিসীম। গভীর নলকূপ স্থাপন করে সুপেয় পানির ব্যবস্থা করতে পেরেছি এতে খুব ভালো লাগছে। এই পরিবারগুলোর পানির কষ্ট দূর করতে পেরেছি, এটা আমাদের জন্য আত্মতৃপ্তির ও অত্যন্ত আনন্দের।
তিনি ভবিষ্যতেও ভালো কাজে সবার পাশে থাকার অঙ্গীকার করেন।
বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আল মুমিন সজীব বলেন, পানি আল্লাহর এমন একটি নিয়ামত, যা ছাড়া বেঁচে থাকা যায় না। নলকূপ স্থাপনকে সাদকায়ে জারিয়ার একটি মহৎ উদাহরণ হিসেবে গণ্য করা হয়, যার সাওয়াব মৃত্যুর পরেও অব্যাহত থাকে। আমরা গ্রামবাসীর কাছে দোয়া চাই। বিপদে আপদে যেন পাশে থাকতে পারি। তিনি সবাইকে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তথ্য ও প্রচার সম্পাদক সজল প্রধান বলেন, এ রকম ভালো কাজের সম্পৃক্ত থাকতে পেরে আনন্দিত বোধ করছি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। বসুন্ধরা শুভসংঘ সমাজ পরিবর্তনের যে ব্রত পালন করছে তা অনুকরণীয়।
অসহায় পরিবারগুলো নলকূপের পানি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা জানান, নলকূপের অভাবে অনেক কষ্টে ছিলেন। কেউ কোনোদিন তাদের এই বিষয়টি সমাধানে এগিয়ে আসেনি। বসুন্ধরা শুভসংঘ সেই মহৎ কাজটি সম্পন্ন করল। রুদ্রুদি গ্রামে টিউবওয়েল স্থাপন করায় বসুন্ধরা শুভসংঘকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
বিডি প্রতিদিন/নাজিম