প্রথমবারের মতো বিপিএলে কোনো দলের মালিকানা নেয় বসুন্ধরা গ্রুপ। আর প্রথম আসরেই বাজিমাত। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাত ধরে রংপুর রাইডার্স জিতেছে টুর্নামেন্টের শিরোপা। এদিকে যে অঞ্চলকে ঘিরে বসুন্ধরার দল সেই রংপুরে যাচ্ছে ট্রফি।
স্বাগতিক ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পায় রংপুর । এই জয়ে রংপুরে চলছে উৎসব মিছিল। বাদ যায়নি ঢাকাও। বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বের হয়েছে আনন্দ মিছিল।
রংপুর রাইডার্সের দলের মালিক সাফওয়ান সোবহান বলেন, রংপুরে এই ট্রফি যাবে। রংপুরের লোকজনের এই ট্রফির দর্শনের অধিকার আছে। আর আমরা প্রথমবার দল গড়েছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। আর এইসব অভিজ্ঞতা সামনে নিয়ে যেতে চাই।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৭/ফারজানা