ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষে ভর্তির মৌখিক পরীক্ষা থেকে এক প্রক্সি শিক্ষার্থীতে শ্রীঘরে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই শিক্ষার্থীর নাম আশারাফুল ইসলাম। সে ‘সি’ ইউনিটে মৌখিক পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়ে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ‘সি’ ইউনিটের সমন্বয়কারীর অফিস থেকে তাকে আটক করা হয়।
‘সি’ ইউনিট সমন্বয়কারীর অফিস সূত্রে জানা যায়, মাহফুজ আরাফাত নামের এক ভর্তিচ্ছুর মৌখিক পরীক্ষা দিতে আসে আশরাফুল নামের এক শিক্ষার্থী। সে ‘সি’ ইউনিটে ১০৯১০ রোলধারীর মৌখিক পরীক্ষা দিতে আসে। মৌখিক পরীক্ষায় তার কথায় অসঙ্গতি ও কাগজপত্রে ছবির কোনো মিল না পেয়ে তাকে জিজ্ঞাসাবাজ করে শিক্ষকরা। জিজ্ঞাসাবাদে সে মাহফুজ আরাফাত নামের এক ভর্তিচ্ছুর পরিবর্তে মৌখিক পরীক্ষা দিতে আসার কথা স্বীকার করে। এসময় তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে হস্তান্তর করা হয়।
এদিকে, ওই প্রক্সি শিক্ষার্থীর সঙ্গে কথা বলে বেরিয়ে এসেছে চঞ্চল্যকর তথ্য। সে জানায়, ইবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তৌফিকুর রহমান হিটলার মাহফুজ আরাফাতের পরিবর্তে আমাকে ভাইভা দিতে নিয়ে আসে। সে আমার এলাকার সম্পর্কে চাচা। আরাফাত বিয়ের দাওয়াত খেতে এলাকা থেকে দূরে অবস্থান করায় অন্যের দ্বারা ভাইভা দেওয়াতে হিটলারের সঙ্গে টাকার বিনিময়ে যোগযোগ করে। চাচা আমাকে বলে যে, আরাফাতের ছবির সঙ্গে তোর মিল আছে। তোকে শিক্ষকরা ধরতে পারবে না। তাই আমি তার কথামতো ভাইভা দিতে এসেছি। কিন্তু ধরা পড়ার পর সে আমার সঙ্গে আর যোগাযোগ করছে না। তবে কত টাকার বিনিময় হয়েছে তা স্বীকার করেনি সে।
এ বিষয়ে হিটলার বলেন, ‘ভাই ওই ছেলেতো আমার মান-সম্মান কিছুই রাখলো না। সত্যি কথা আমি এর কিছুই জানি না। তোমরা আমাকে বাঁচাও। সামনে আমার চাকরি-বাকরি নিতে হবে। বিষয়টি যেন পেপার-পত্রিকায় না সেদিকে একটু খেয়াল রেখো।’
প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘মূল চক্রের তথ্য উদঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ করতে পুলিশের হাতে তাকে হস্তান্তর করা হয়েছে।’
ইবি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী শফিকুল ইসলাম বলেন, ‘আটক প্রক্সি শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো কোনো নির্দেশনা পায়নি।’
প্রক্সি শিক্ষার্থী আশরাফুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কাশিমপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। সে ঝিনাইদহ জিন্নাহ আলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৬/শরীফ