উত্তরবঙ্গের অসহায় ও শীতার্ত মানুষকে শীত বস্ত্র প্রদান ও সহায়তা করার লক্ষে অনুদান সংগ্রহ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কনসার্টের আয়োজন করা হয়েছে।
আজ বিকেলে টিএসসিতে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল ও অমৃতসূর্য নামের দুইটি সংগঠন যৌথভাবে এই কনসার্টের আয়োজন করে।
‘উষ্ণ হোক সবার হৃদয়’ এই স্লোগানে ‘কন্সার্ট ফর উষ্ণতা’ এ গান পরিবেশন করেন অবস্কিউর, শহরতলী, দুর্বীন, গান কবি, অর্জনসহ বিভিন্ন ব্যান্ড এবং বিখ্যাত শিল্পীরা।
বিডি প্রতিদিন/০৬ জানুয়ারি ২০১৭/হিমেল