জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল আবাসিক হল আগামী ৮ জুন থেকে খুলে দেয়া হবে। হল খুললেও ক্লাস পরীক্ষা শুরু হবে ৯ জুলাই। শনিবার দুপুরে জরুরী এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে পূর্বের সকল দাবি মেনে না নেওয়ায় ৮ দফা দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ। তারই অংশ হিসেবে আগামীকাল রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
এছাড়া সিন্ডিকেটে আরো যে সব সিদ্ধান্ত নেয়া হয়েছে তা হল, ৮ জুনের মধ্যে প্রয়োজনীয় স্পিড ব্রেকার নির্মাণ, গুরুত্বপূর্ণস্থানে সিসি ক্যামেরা স্থাপন, ফুট ওভারব্রিজ নির্মাণ, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, যোগ্যতা অনুযায়ী প্রত্যেক পরিবার থেকে একজনকে বিশ্ববিদ্যালয়ে চাকুরী, এখনই শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না করে এ বিষয়ে আইন উপদেষ্টার পরামর্শ গ্রহণ।
এদিকে ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ। দাবি গুলো হলো, শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা সকল মামলা প্রত্যাহার, তদন্ত কমিটি পুনর্গঠন, আবাসিক হলগুলো দ্রুত খুলে দেওয়া, আন্দোলনকারীদের উপর হামলাকারীদের বিচার, প্রক্টরের জবাবদিহিতা, অপরাধী চালককে খুঁজে বের করে আইনের আওতায় আনা, নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করা।
শনিবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী ভবনের শিক্ষক লাউঞ্জে লিখিত বক্তব্যে এ দাবিগুলো তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক নাসিম আখতার হোসাইন,অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক শামছুল আলম, সহযোগী অধ্যাপক রায়হান রাইন, সহযোগী অধ্যাপক আনিছা পারভীন জলি প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৬ মে ভোরে জাবির দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ২৮ মে থেকে সবগুলো আবাসিক হল বন্ধ রয়েছে।
বিডি প্রতিদিন/৩ জুন ২০১৭/হিমেল