কেউ নাটকের মহড়া দিচ্ছে,কেউ বিতর্ক করছে, কেউবা গান শিখছে। এরকম ১২টি সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমে প্রতিদিনই উৎসবমুখর থাকে দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। শিক্ষার্থীদের এসব সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থাকাকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতনরা। এ সংগঠন গুলো জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংস্কৃতিক অঙ্গনেও নেতৃত্ব দিচ্ছে।
কলেজের সূত্রে জানা যায়, ১৮৯৯ সালের ২৪ সেপ্টেম্বর তৎকালীন জমিদার রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায় কলেজটি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠালগ্নে এ কলেজটি উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে। ১৯৬২ সালে এ কলেজ উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শাখায় বিভক্ত হয়। বর্তমানে এ কলেজ ২৭ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।
একাডেমিক কাজের গতি পরিসর বৃদ্ধি হওয়া এবং কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এটিকে ২টি শাখায় রূপান্তরিত করা হয়। ১টি উচ্চ মাধ্যমিক শাখা এবং অপরটি ডিগ্রি শাখায়। কুমিল্লা মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত উচ্চ মাধ্যমিক শাখাটি রাণীর দিঘীর পশ্চিমপাড়ে প্রায় ৭ একর জমির উপর দাঁড়িয়ে আছে। অন্যদিকে ডিগ্রি শাখাটি স্থানান্তর করা হয়েছে প্রায় ২ কিলোমিটার দূরে ধর্মপুরে। যা প্রায় ২২ একর জমির উপর প্রতিষ্ঠিত।
বিডি প্রতিদিন/এ মজুমদার