সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই ছাত্র নিহতের পর নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত ৫৪ শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনের করা মামলা তুলে নিতে নতুন কর্মসূচি দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।
রবিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবনের লাউঞ্জে ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চে’র ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এর আগে সকাল সাড়ে ১১টায় শিক্ষক-শিক্ষার্থীরা ৫টি দাবিতে উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেন। উপাচার্যের অনুপস্থিতিতে উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন স্মারকলিপিটি গ্রহণ করেন।
দাবিগুলো হচ্ছে আাগামী ৪ জুলাই আদালতে প্রথম হাজিরার পূর্বেই মামলা প্রত্যাহার, তদন্ত কমিটি পুনর্গঠন, বিভিন্ন মহলকে পরস্পরের বিরুদ্ধে ব্যবহার না করে পারস্পরিক আস্থার মাধ্যমে সকল সমস্যার দ্রুত সমাধান নিশ্চিতকরণ, ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে পূর্বের সকল দাবি দ্রুত বাস্তবায়ন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, পুলিশ মামলার অন্তর্ভূক্ত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সামাজিকভাবে হেয় করছে। এ সময় বক্তারা দাবিগুলো বাস্তবায়নে আগামী ১৪ জুন শহীদ মিনার থেকে রেজিস্ট্রার ভবন পর্যন্ত পদযাত্রা ও সমাবেশ এবং ২ জুলাই গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেন। তাছাড়া এই সময়ের মধ্যে মামলা তুলে না নিলে ৪ জুলাই থেকে আর মুখে কথা না বলে রাস্তায় আন্দোলনে নামাসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান ঐক্যমঞ্চে’র আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন।
শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে অতীতে কোনো উপাচার্য ক্ষমতায় টিকে থাকতে পারেননি উল্লেখ করে তিনি আরও বলেন, “আগামী ৮ জুলাই বিশ্ববিদ্যালয় খুলবে। শিক্ষার্থীরা ছুটি কাটিয়ে ক্যাম্পাসে এসে এ সকল অনিয়ম মেনে নেবে না। যৌক্তিক দাবিগুলো ক্যাম্পাস খোলার পূর্বে পূরণ না হলে শিক্ষার্থীরা কিভাবে তার প্রতিক্রিয়া জানাবে তা কেউ নিশ্চিত করে বলতে পারবে নয়। শিক্ষার্থীদের অভিভাবকরাও কেউ বসে থাকবে না। আশা করছি প্রশাসনের শুভবুদ্ধির উদয় হবে এবং শিক্ষার্থীদেরকে ৪ জুলাই আর আদালতে হাজিরা দিতে যেতে হবে না।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক শামছুল আলম, অধ্যাপক মো. শরিফ উদ্দিন, অধ্যাপক শামীমা সুলতানা, সহযোগী অধ্যাপক আনিছা পারভীন জলি ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত ২৬ মে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় পরদিন ২৭ মে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। অবরোধে পুলিশি হামলার প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় পরে ৪৩ জনের নাম উল্লেখ করে আরো ৪০/৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৭/মাহবুব