রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত দ্য ডেইলি স্টারের সাংবাদিক আরাফাত রহমানকে মারধরের ঘটনায় নগরীর মতিহার থানায় ‘হত্যাচেষ্টা’ মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে চার ছাত্রলীগ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনের নামে এই মামলা দায়ের করা হয়।
মামলায় আসামিরা হলেন রাবি ছাত্রলীগের সহ-সভাপতি আহমেদ সজীব, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. কানন, সাংগঠনিক সম্পাদক হাসান লাবন।
এ তথ্য নিশ্চিত করে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ছাত্রলীগের চার নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-১০ জনের নামে ভুক্তভোগী আরাফাত নিজেই বাদী হয়ে সোমবার রাতে মামলা দায়ের করেছে। দণ্ডবিধির ৩০৭ (হত্যা চেষ্টা), ৩২৩ ও ৩২৫ (ইচ্ছকৃতভাবে ভোতা অস্ত্র দিয়ে আঘাত) এই তিন ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে।’ দ্রুত তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
এর আগে সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দেশ ট্রাভেলস-এর বাস ভাঙচুর করছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান লাবন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাননসহ ১০/১২ জন নেতাকর্মী।
ওই ঘটনার ছবি তোলায় সাংবাদিক আরাফাতের ওপর চড়াও হয়ে তাকে মারধর করে ছাত্রলীগ নেতারা। পরে গুরুতর আহত অবস্থায় আরাফাতকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩