জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশনা সত্ত্বেও শিক্ষকদের বেতন ভাতা পরিশোধ না হওয়ায় এ রুল জারি করা হয়েছে।
একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম কেন শুরু হবে না- তা দুই সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিস রঞ্জন দাশের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ রুল দেন।
আদালতে আবেদনকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রব চৌধুরী ও মো. গিয়াসউদ্দিন।
বিডি প্রতিদিন/১১ জুলাই, ২০১৭/ফারজানা