'রাস্তা গড়, জীবন বাঁচাও' শ্লোগান দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঝিনাইদহ পর্যন্ত মহাসড়ক সংস্কারের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার দিকে মহাসড়ক অবরোধ করে তারা। পরে বেলা ১ টার দিকে ইবি থানা ওসি, ইবি ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের মাধ্যমে পুলিশ সুপার মেহেদী হাসানের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, ক্যাম্পাস থেকে ঝিনাইদহ শহরের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। তবে ক্যাম্পাস থেকে ঝিনাইদহ মহাসড়কের বেহাল দশা। মাত্র ১৫ দিন আগে নামমাত্র রাস্তা সংস্কার করা হলেও তা চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী পরিবহনসহ সকল প্রকার যানবহন। এবছরের রমজান মাসে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
'রাস্তা গড়, জীবন বাঁচাও' শ্লোগান দিয়ে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে রাস্তার দুপাশে দীর্ঘ তিন কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধের ঘটনা শুনে ইবি থানা পুলিশ এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ইবি শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারন সম্পাদক জুয়েল রানা হালিম সেখানে আসেন। এ সময় শিক্ষার্থীরা তাদের কাছে দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারের দাবিতে অবরোধের কথা জানান। পরে ইবি থানার ওসি রতন শেখ, ইবি ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের মাধ্যমে কুষ্টিয়া জেলা সুপার মেহেদী হাসানের আশ্বাসে পেয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘কুষ্টিয়া জেলার পুলিশ সুপারের সাথে যোগাযোগ করলে তিনি দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কারের বিষয়ে আমাকে আশ্বস্ত করেন। বিষয়টি আমি শিক্ষার্থীদের জানালে তারা অবরোধ প্রত্যাহার করেন।’
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/হিমেল