পেশাগত দায়িত্ব পালনকালে ডেইলি স্টারের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিনিধি আরাফাত রহমানের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে আরাফাত রহমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এক আবেদনপত্রে এই দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রক্টর মুজিবুল হক আজাদ এই তথ্য নিশ্চিত করে জানান, গত সোমবার মারধরের শিকার সাংবাদিক আরাফাত রহমান ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য একটি আবেদনপত্র দিয়েছে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত করে প্রসেস অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত সোমবার দেশ ট্রাভেলসের একটি বাসে হামলা করে ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী। ঘটনার ছবি তুলতে গেলে আরাফাতের উপর বেপরোয়াভাবে হামলা চালায় ছাত্রলীগ নেতারা। এঘটনায় আরাফাত নিজেই বাদী হয়ে নগরীর মতিহার থানায় রাবি শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক হাসান লাবন জনসহ আরো ৮-১০ জনকে অজ্ঞাত আসামী করে ‘হত্যাচেষ্টা’ মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/হিমেল