ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের নিচ তলার করিডোরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শাহজালাল কয়েকজন শিবির কর্মী নিয়ে বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের নিচ তলার করিডোরে বসেছিল। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের সেখান থেকে চলে যেতে বলেন। তবে শিবির সম্পাদক তাদের কথা উপেক্ষা করে বসে থাকলে ছাত্রলীগও শিবিরের নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ড শুরু হয়। একপর্যায়ে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে শিবির সম্পাদকসহ কর্মীরা সেখান থেকে কেটে পড়ে।
এ বিষয়ে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করতে চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করেছে।’
ইবি ছাত্র শিবিরের সভাপতি হাদিউজ্জামান বলেন, আমাদের নেতাকর্মীরা সেখানে দলীয় কোন কর্মকাণ্ডে অংশ নিতে যায়নি। তারা ক্লাস করতে গিয়েছিল। বন্ধুদের মাঝে ভুল বোঝাবোঝির কারণে এ ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/হিমেল