সাত ঘণ্টার টানা বৃষ্টিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ক্যাম্পাস জুড়ে থৈ থৈ করছে পানি। গুরুত্বপূর্ণ সড়কগুলো তলিয়ে গেছে পানিতে। এতে বিশ্ববিদ্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পড়তে হয়েছে দুর্ভোগে।
বুধবার ভোর ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলা টানা বৃষ্টি হওয়ায় ক্যাম্পাসে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম। শিক্ষার্থীরা আবাসিক হলগুলোতেই সময় কাটিয়েছেন।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ক্যাম্পাসের টুকিটাকি চত্বর, গ্রন্থাগার সংলগ্ন সড়ক, বিনোদপুর গেইটের সড়ক, রাবি বাস স্ট্যান্ড, শহীদুল্লাহ কলা ভবনের সামনে, স্টেশন বাজার, হাবিবুর রহমান হল, বিজ্ঞান ভবনসমূহের পেছনের এলাকা ও শের-ই-বাংলা হলের সামনেসহ ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় আবাসিক হলগুলোতে পানি জমতে থাকে।
শিক্ষার্থীরা জানান, প্রতি বছর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ক্যাম্পাসের ড্রেনেজ ব্যবস্থা সমস্যার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যার ফলে চলাচলে সমস্যা হচ্ছে। অনেক আগে থেকেই এ সমস্যা বিরাজ করছে। কিন্তু দৃশ্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। ফলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান হচ্ছে না।’
রাবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান বলেন, বৃষ্টিতে রাজশাহী শহরসহ রাবি ক্যাম্পাসে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাবির যে মহাপরিকল্পনা রয়েছে তা বাস্তবায়িত হলে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন হবে। তখন ভারি বৃষ্টিতেও জলাবদ্ধতার সৃষ্টি হবে না।
বিডি প্রতিদিন/১২ জুলাই, ২০১৭/ফারজানা