রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সাংবাদিক আরাফাত রহমান ওপর হামলকারীদের গ্রেফতারের দাবিতে মুখো কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছে রাবিতে কর্মরত সাংবাদিকরা।
বুধবার বেলা আড়াইটা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলা ভাস্কার্যের সামনে তারা এই কর্মসূচি পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন রাবি রিপোটার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ আল মামুন, সাধারণ সম্পাদক হুসাইন মিঠু, রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজ রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ রাশেদ রিন্টু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছালেকীন আহমেদ, রাবি প্রেস ক্লাবের সভাপতি তাছলিমুল আলম তৌহিদ, সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ প্রমুখ।
এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত সোমবার (১০ জুলাই) বাস ভাঙচুরের ছবি তোলায় সাংবাদিক আরাফাত রহমানকে মারধর করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় আরাফাত রহমান বাদী হয়ে মতিহার থানার রাবি ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহ-সভাপতি আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক আবিদ আহসান লাবন ও অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে দ-বিধির ৩০৭, ৩২৩ ও ৩২৫ ধারায় মামলা দায়ের করেন।
অন্যদিকে দেশ ট্রাভেলসের ওই বাস ভাঙচুরের ঘটনায় বাসের সুপারভাইজার মানিক হোসেনও বাদী হয়ে ওই চার নেতার বিরুদ্ধে নগরীরর মতিহার থানায় মামলা দায়ের করেন। তবে হামলার তিন দিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/ ১২ জুলাই, ২০১৭/ ই জাহান