রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন দিনব্যাপী জনসংযোগ ও উন্নয়ন যোগাযোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হযেছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই কর্মশালা শনিবার বিকেল ৩টা পর্যন্ত চলে।
প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুওরেন্স সেলের পরিচালক ড. নাজমুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নজরুল ইসলাম।
কর্মশালায় মূল সঞ্চালক হিসেবে প্রশিক্ষণ দেন জার্নালিজম অ্যান্ড ইনফরমেশন রিসার্চ ইউনিক ফাউন্ডেশনের (জিরাফ) চেয়ারম্যান ড. অলিউর রহমান। কর্মশালায় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান।
প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপাচার্য দফতরের কর্মকর্তা, বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।
বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৭/আরাফাত