ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এবং ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। হল শাখা সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশের ভিত্তিতে রবিবার দুপুরে এই কমিটি অনুমোদন দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
জিয়া হল শাখার কমিটিতে সুপারিশ করেন হল শাখার সভাপতি ইউসুফ উদ্দীন খান এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন। আর ফজলুল হক হলের কমিটি সুপারিশ করেন হল শাখার সভাপতি শাহরিয়ার সিদ্দিকী শিশিম এবং সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান।
নতুন নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আবিদ আল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আশা করি নতুন নেতৃবৃন্দ ডিজিটাল বাংলাদেশ গঠন এবং ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ বাস্তবায়নের জন্য কাজ করে যাবে।
শিশিম আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। আশা করি কমিটিতে স্থান পাওয়া মুজিব সৈনিকরা সোনার বাংলা গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পাঁচটি ছাত্রী হল এবং সূর্যসেন হল শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
বিডি-প্রতিদিন/১৭ জুলাই, ২০১৭/মাহবুব