ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে চলমান সান্ধ্যকালীন (ইভিনিং) কোর্স বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা।
আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহাদাত হোসেন নিশানের সঞ্চালনায় মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন বায়োটেকনোলজি বিভাগে শামিম, পরিসংখ্যান বিভাগের আরাফাত হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রুবেল হোসেন, আইন বিভাগের রেজওয়ান ইসলাম।
এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভিন্ন বিভাগের শিক্ষকরা নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশ না নিয়ে নগদ টাকার লোভে শুধুমাত্র সান্ধ্যকালীনে ক্লাস নেন। এতে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার মান দিন দিন নিম্নগামী হচ্ছে। অনেক শিক্ষক শুধুমাত্র সান্ধ্যকালীনে ক্লাস নিতে প্রতি শুক্রবার ঢাকা থেকে ক্যাম্পাসে আসেন। এজন্য শিগশিগই ক্যাম্পাসে চলমান সকল বিভাগের সান্ধ্যকালীন কোর্স বন্ধর দাবি জানান শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/১৭ জুলাই, ২০১৭/মাহবুব