প্রায় চার মাস পদ শূন্য থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১ এর সহকাির উপ-সচিব শাহনাজ সামাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহাকে উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করতে সম্মতি জানিয়েছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে এর পূর্বেই এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন।
এর আগে অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ২০১৫ সালে শিক্ষক সমিতির সভাপতি, ২০১০ সালে সাধারণ সম্পাদক, এবং ১৯৯৪ সালে যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১১ থেকে ১৪ পর্যন্ত প্রগতিশীল শিক্ষক সমাজ নামক স্টিয়ারিং কমিটিতে পাঁচবার আহ্ববায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি।
বিডি প্রতিদিন/১৭ জুলাই ২০১৭/আরাফাত