জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন দুইজন সিন্ডিকেট সদস্য মনোনয়ন দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সরকার মনোনীত সদস্য দুজন হলেন- ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১৭(১)(ঘ) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং অধ্যাপক ড. হারুন-অর-রশিদকে সিন্ডিকেট সদস্য হিসেবে আগামী দুই বছরের জন্য মনোনয়ন প্রদান করতে সম্মত হয়েছে সরকার।
এ প্রসঙ্গে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, এ রকম দক্ষ সিন্ডিকেট সদস্য মনোনয়নে প্রধানমন্ত্রীর নির্দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণে মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ সহজতর হবে।
বিডি প্রতিদিন/১৭ জুলাই ২০১৭/এনায়েত করিম