আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অনুষ্ঠিত হচ্ছে 'লিওনিড ইয়েঙ্গিবারিয়ান ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভ্যাল’। ২২ থেকে ২৬ জুলাই পর্যন্ত পাঁচ দিন ব্যাপী এই উৎসবে আমন্ত্রণ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন।
লিওনিড ইয়েঙ্গিবারিয়ান ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভ্যালে বাংলাদেশসহ ফ্রান্স, জার্মানি, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র, আর্মেনিয়া, নাগার্নো কারাবাখের মোট ১২ টি দল অংশ নিচ্ছে।
উৎসবে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন প্রতিষ্ঠাতা ও পরিচালক মীর লোকমান ও সংগঠনটির সদস্য সাইফুল্লাহ সাদেক আজ বুধবার আর্মেনিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
বিডি প্রতিদিন/১৯ জুলাই, ২০১৭/ফারজানা