চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে, ভর্তি কমিটি-২০১৭ এর সভাপতি অধ্যাপক ড. মো. হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত রবিবার ওই সভার আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমও উপস্থিত ছিলেন। সভায় ১ নভেম্বর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত সব তথ্য চুয়েটের ওয়েবসাইটে (www.cuet.ac.bd) পাওয়া যাবে।
বিডি-প্রতিদিন/১৯ জুলাই, ২০১৭/মাহবুব