জঙ্গি বিরোধী ও সাপ্তাহিক মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসে এ মিছিল করেন তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন এবং সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে অনুষদ ভবনের নিচ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়।
মিছিল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের জঙ্গি, মাদক এবং শিবির-ছাত্রদল বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আলোমগীর হোসেন আলো, সালাউদ্দিন আহমেদ সজল, আবু হেনা মোস্তফা কামাল, আব্দুল ওয়াদুদ, রিজভি আহম্মেদ পাপন, মোহাম্মাদ আলী সবুজ, ফিরোজ আল মামুন নিউটন, শামীম হাসান, মেহেদী হাসান, ফয়সাল সিদ্দিকী আরাফাত, মিঠু কবির, অনিক, রুবেল হোসনে, জোবায়ের, নিশান, আঃ রহিমসহ দুই শতাধিক নেতাকর্মী।
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৭/হিমেল