ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর একান্ত সচিব ও উপ-পরিচালক রেজাউল করিমের পিতার মুক্তিযোদ্ধা সনদ যাচাই এর জন্য তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। গত ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিবের বিরুদ্ধে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি!’ শিরনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি আমলে নিয়ে মঙ্গলবার রাতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।
মুক্তিযোদ্ধা সনদের সত্যতা যাচাই করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এবং অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক সোরওয়ার্দী হোসেন। কমিটিকে যথাশীঘ্র সম্ভব প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ‘গত ১৪ তারিখে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় রেজাউল করিমের পিতার মুক্তিযোদ্ধা সনদ সম্পর্কে সংবাদ প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করেছে।’
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৭/হিমেল