অন্যের হয়ে পরীক্ষা (প্রক্সি) দিতে গিয়ে বান্ধবীসহ গ্রেফতার হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের এক জরুরি বৈঠকে রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কেন্দ্র আমাদের কাছে ঘটনাটি জানতে চেয়েছিল। আমরা যেটা জানি, সেটা কেন্দ্রীয় নেতাদের বলেছিলাম। তারাই এই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজশাহীর মোহনপুর কলেজে ডিগ্রী প্রথমবর্ষের ইংরেজি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেফতার হন সাব্বির ও তার বান্ধবি জিন্নাতুল ফেরদৌস।
বিডি প্রতিদিন/এ মজুমদার