বর্ধিত বেতন-ভাতা ও সান্ধ্য কোর্স বিরোধী আন্দোলনে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৬ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে রাজশাহী বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকতারুল আলম শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুন্না সাহা বলেন, ২০১৪ সালে ২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত বেতন-ভাতা ও বাণিজ্যিক সান্ধ্য কোর্স বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দু’টি মামলা করে। এর মধ্যে অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার চার্জশিটভুক্ত ৩৪ আসামির মধ্যে ১৬ জন আত্মসমর্পণ করে মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি বর্ধিত বেতন-ভাতা ও সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। এর পরদিন আন্দোলনরত শিক্ষার্থীদের আসামি করে রাবি প্রশাসন, পুলিশ ও ছাত্রলীগ বাদী হয়ে পৃথক ছয়টি মামলা দায়ের করে। গত ৭ মে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল হান্নান পুলিশের দায়ের করা মামলায় অভিযোগপত্র দায়ের করেন। এতে মোট ৪৩ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়। গত ২৯ মে আদালত চার্জশিট আমলে নিয়ে ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৭/মাহবুব