জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকদের বিরুদ্ধে ফেসবুকে সমালোচনা করায় ৭২ জন শিক্ষার্থীকে শোকজ করেছে বিভাগটি। বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েলকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীরা আজ সকাল ১০টায় তদন্ত কমিটির সদস্যদের সামনে উপস্থিত হয়েছেন।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, 'BGEians Democrat' নামের একটি পেজে বিভাগীয় বিভিন্ন বিষয়ে অশালীন, অসম্মানজনক, আপত্তিকর ট্রলিং এবং মন্তব্য প্রকাশ পাওয়ায় বিভাগের সুনাম ক্ষুন্ন হয়। এই পেইজে অভিযুক্ত শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা থাকায় অধিকতর তদন্তের জন্য তাদের ডাকা হয়েছে।
ফেসবুক পেইজটিতে শিক্ষকদের বিরুদ্ধে কী ধরনের সমালোচনা করা হয়েছে এ সম্পর্কে কিছুই বলতে রাজি হননি বিভাগটির শিক্ষকরা।
তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানিয়েছেন, পেইজটিতে শিক্ষকরা পড়াতে পারে না, গুগল থেকে স্লাইড ডাউনলোড করে ক্লাসে পড়ায়, সিলেবাসের বাইরের বিষয় যেগুলা স্যাররা পারে সেগুলা পড়ায় এমন ধরনের সমালোচনা ছিল। পেইজটি যে শিক্ষার্থীরা চালাতেন এবং যারা যারা পেইজে প্রকাশিত বিভিন্ন পোস্টে লাইক-কমেন্ট করেছে তাদের সকলকেই তদন্ত কমিটিতে ডাকা হয়েছে।
একটি সূত্র জানায়, বিভাগের পক্ষ থেকে আইসিটি বিশেষজ্ঞ নিয়ে এসে পেইজটির এডমিনদের শনাক্ত করা হয়। বর্তমানে পেইজটি বন্ধ রয়েছে।
এদিকে অনিবার্য কারণ দেখিয়ে বিভাগটির ৪২ ব্যাচের আজকের ও ৮ তারিখের এবং ৪৩ ব্যাচের আজকের ও ৭ তারিখে থাকা পূর্বনির্ধারিত ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে বিভাগটি।
তদন্তের বিষয়ে বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মো. শরিফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা একান্তই বিভাগের অভ্যন্তরীণ বিষয়। বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম যেন অক্ষুন্ন থাকে এ জন্যই তাদের ডাকা হয়েছে। বিভাগের একাডেমিক কমিটি থেকেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩ আগস্ট, ২০১৭/ফারজানা