রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে অপ্রশংসনীয় ও অমর্যাদাকর কার্যকলাপের প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা জামান।
বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপচার্য বরাবর এ আবেদন করেন তিনি।
অভিযোপত্রের বিষয়ে কথা বলার জন্য উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগেরর চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
প্রসঙ্গত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিমা জামানের বিরুদ্ধে ৭ টি অভিযোগ তুলেছে বিভাগের ১৩ জন শিক্ষকের মধ্যে ১১ জন। তাঁরা নাসিমা জামানের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন গত বুধবার বিভাগের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের কাছে একটি লিখিত অভিযোগপত্র দেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন