সিরাজগঞ্জের উল্লাপাড়ার মেয়ে তাহসিন কামাল তনিমা এলএলবিতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন-এর বাংলাদেশ শাখায় ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন।
দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশের এমন প্রাপ্তি এসেছে বলে জানিয়েছে ইউনিভার্সিটি অব লন্ডন এলসিএলস(এস) বাংলাদেশ শাখার কর্তৃপক্ষ। এর আগে ২০০৭ সালে একজন ছেলে আইন বিষয়ে প্রথম শ্রেণিতে পাশ করেছিলেন।
তনিমার এমন কৃতিত্বের জন্য যুক্তরাজ্য ইউনিভার্সিটি অব লন্ডন ইন্টারন্যাশনাল প্রোগ্রামের ডিরেক্টর সাইমন অ্যাসকি বাংলাদেশে এসে তার সাথে সাক্ষ্যাৎ করে অভিন্দন জানান।
তাহসিন কামাল তনিমা বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান এবং পিডাব্লুডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী কালাম পাশার তৃতীয় সন্তান। তাহসিন কামাল তনিমা বার-এট-ল ডিগ্রী অর্জনের জন্য আগামী বছর যুক্তরাজ্যে যাবেন বলে জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/১০ আগস্ট, ২০১৭/তাফসির/মাহবুব