রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিমা জামান পদত্যাগ না করা পর্যন্ত সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন ১১ জন শিক্ষক। সেই সঙ্গে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিভাগের সামনে অবস্থান ধর্মঘটও পালন করবেন তারা।
রবিবার থেকে এই কর্মসূচি পালন করা হবে বলে ওই ১১ জন শিক্ষকের পক্ষ থেকে সাংবাদিকদের জানিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. ড. সুলতান মাহমুদ রানা। তিনি জানান, বিভাগের সভাপতি হিসেবে অধ্যাপক ড. নাসিমা জামান সম্পূর্ণ ব্যর্থ। আমরা ওনার প্রতি অনাস্থা এনে গত ২ আগষ্ট মাননীয় উপাচার্যের কাছে অভিযোগ করেছি। কিন্তু সভাপতি এখনো পদত্যাগ করেননি। তাই ওনি পদত্যাগ না করা পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। তবে সহকারী অধ্যাপক রুখসানা পারভীন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন এবং তারাও যে অভিযোগগুলো করেছেন তা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার