রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন প্রক্টর হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. লুৎফর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ পদত্যাগপত্র জমা দেয়ার ৩ ঘণ্টা পর আগামী তিন বছরের জন্য উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান নতুন প্রক্টর নিয়োগের আদেশ জারি করেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার মো. মখলেছুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার সকাল সাড়ে ১০টায় সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ পদত্যাগ করেন। তাই শূন্য পদে নিয়োগের জন্য মাননীয় উপাচার্য তাঁর বিশেষ ক্ষমতাবলে দুপুর আড়াইটার দিকে নতুন প্রক্টর নিয়োগের আদেশ জারি করেছেন। আগামী তিন বছরের জন্য এই আদেশ জারি করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ জন শিক্ষক তাদের ক্লাস-পরীক্ষা বর্জন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছে। বিভাগের অধ্যাপক মো. এক্রাম উল্ল্যাহ জানান, উপাচার্য মহোদয় আমাদেরকে কর্মসূচি প্রত্যাহার করার জন্য বলেছেন। আমাদের বিভাগে যে সমস্যাগুলো চলছে সেগুলো সমাধানে তিনি আমাদের আশস্ত করেছেন। এছাড়া পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন তারা।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৭/ওয়াসিফ