সিলেট জালালাবাদ কলেজ শাখার দুই ছাত্রলীগ কর্মীর উপর 'ছাত্র শিবিরে'র বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কগুলোতে তারা এ বিক্ষোভ মিছিলটি করেন।
এসময় রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে সহ-সভাপতি সাদ্দাম হোসেন, জাকিরুল ইসলাম জ্যাক, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক, ইমরান খান নাহিদ, দফতর সম্পাদক আবুল বাশার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহীল গালিব, সহ-সম্পাদক মনিরুল ইসলাম ও এনামুল হকসহ তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্নবার্ষিকী পালন করেন নেতাকর্মীরা। দিনটি উপলক্ষ্যে তারা দলীয় ট্রেন্ট থেকে একটি শোভাযাত্রা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে যান। সেখানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও ১ মিনিট নিরবতা পালন করেন তারা।
বিডি প্রতিদিন/৮ আগস্ট ২০১৭/হিমেল