ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে শিবির সন্দেহে এক ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আহতের ছাত্রের নাম মনিরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
কিন্তু পরে তারা জানতে পারে ওই ছাত্র শিবিরের কেউ নন।
শনিবার সন্ধায় হলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আলী হুসেনের নেতৃত্বে, উর্দু বিভাগের ইমরুল কায়সার, ইসলামের ইতিহাস বিভাগের মাহমুদুল হাসান এবং স্বাস্থ্য অর্থনীতি বিভাগের রেজা হলের ২২৫ নং কক্ষে নিয়ে তাকে বেদম প্রহার করে। পরে মনিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে দেখতে আসেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।
এসময় তিনি বলেন, আমাদের অবস্থান শিবিরের বিরুদ্ধে। কোনো সাধারণ শিক্ষার্থীকে হয়রানি করা নয়। কোনো সাধারণ শিক্ষার্থীকে মারধর করা হলে ছাড় দেওয়া হবে না।
ছাত্রলীগের জিয়া হল শাখা সভাপতি ইউসুফ উদ্দিন খান বলেন, ওই ছেলে শিবির করে কি না তা নিয়ে আমাদেরও সন্দেহ আছে। আমরা বিষয়টা দেখছি।
এদিকে ওই রাতেই বিজয় একাত্তর হল থেকে শিবির সন্দেহে আল আমিন নামের এক ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/১৩ আগস্ট ২০১৭/হিমেল