শিরোনাম
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
নোবিপ্রবিতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি
অনলাইন ভার্সন

নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। এতে নিরাপদ সড়ক চাই (নিসচা) নোয়খালী জেলা শাখার সদস্যবৃন্দ ও এলাকাবাসীও অংশ নেন। অংশগ্রহণকারীরা 'পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়' স্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করেন।
সড়ক দুর্ঘটনায় নিহত নোবিপ্রবির ফার্মেসি বিভাগের মেধাবী শিক্ষার্থী ফৌজিয়া মোসলেম সিলভির স্মরণে বৃহস্পতিবার দুপরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান 'নিরাপদ সড়কের দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সাংসদ এবং নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য একরামুল করিম চৌধুরিসহ স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসার' আহ্বান জানান।
এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজার শিক্ষার্থী এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের যাতায়াত সড়কের প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
মানববন্ধনে নোবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ ইউছুফ মিঞা, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, আইআইএস ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম হোসেন, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, নিসচা’র জেলা সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন এবং নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি তারেক মো. রাশেদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ১৯ নভেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী ফৌজিয়া মোসলেম সিলভি (২১) সড়ক দুর্ঘটনায় মারা যান। মেধাবী সিলভি ফার্মেসি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ৮ম ব্যাচের ছাত্রী ছিলেন। স্নাতকে তিনি বিভাগের মধ্যে প্রথম হয়েছিলেন। তার বাড়ি সদর উপজেলার পশ্চিম শাহপুরে।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৭/ফারজানা
এই বিভাগের আরও খবর