জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর Internatinal Memory oF the World Register এ বিশ্ব প্রাম্যান্য ঐতিহ্য হিসেবে স্কীকৃতি লাভ করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এই শোভাযাত্র অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার কর্নকাঠিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ভিসি প্রফেসর ড. এস এম ইমামুল হকের নেতৃত্বে র্যালিটি বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে ফের ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন