শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা ব্রতী-এই স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো শিক্ষার্থীদের অধিকার বিষয়ক সংগঠন 'স্টুডেন্ট রাইটস আ্যসোসিয়েশন' এর যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটারিয়ায় আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী কে এ এম সাকিবকে আহ্বায়ক করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ড. শাহীন জোহরা।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব করা হয়েছে মো. ফজলে রাব্বী তমালকে। সংগঠনে আরও আছেন শিশির মাহমদু, সাবিহা আলম মুন্নী, সারোয়ার সাব্বির, আকরাম হোসাইন, সাইদুল ইসলাম, শাহরিয়ার শুভ, আমানুল্লাহ আমান, জাভেদুল ইসলাম মনি, সাইদ সজল, মো. আবু বকর অন্তু, রিপন মাহমুদ, তাজরিন আহমেদ, সোহানুর রহমান, মিরাজ ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর শিবলী ইসলাম ও রবিউল ইসলাম এবং গাজী তৌহীদুর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির আহ্বায়ক কেএএম সাকিব বলেন, বাংলাদেশে প্রথম শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনটির যাত্রা শুরু করেছি। সাংগঠনিক সম্প্রসারণের পর দেশের প্রতিটি জেলা-উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি ঘোষণা করব।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর, ২০১৭/ফারজানা