১০ জানুয়ারি, ২০১৮ ১৭:২৩

ইবিতে 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরাল স্থাপিত

ইকবাল হোসাইন রুদ্র, ইবি:

ইবিতে 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরাল স্থাপিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়েছে দেশের অন্যতম ও ক্যাম্পাস ভিত্তিক সর্ববৃহৎ ম্যূরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ ম্যুরালটির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের সুবিস্তৃত ডায়না চত্বরে এই ম্যুরালটি অবস্থিত। ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালটির মূল পরিকল্পনাকারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। 

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, মূল স্থাপনাটির আকার দৈর্ঘ্য সিড়িসহ ৫০ ফুট এবং প্রস্থ ৩৮ ফুট। বেদের উচ্চতা ৫ ফুট। বেদের উপর নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির দৈর্ঘ্য ২৬ ফুট এবং প্রস্থ ১৭ ফুট। এটি রড, সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। এর তিনটি সিড়ি রয়েছে। সম্পূর্ণ সিড়িগুলো উন্নতমানের সিরামিক দ্বারা সুসজ্জিত করা হয়েছে। স্থাপনার তিন দিকে দর্শনার্থীদের সুবিধার্থে দুই স্তরের প্রায় ১৫ ফিট চওড়া জায়গা রয়েছে। মূল বেদির উপর প্রায় আড়াই ফুট উচ্চতা এবং ২০ ফুট চওড়া একটি ওয়াল স্থাপন করা হয়েছে যেটার উপর দর্শানার্থীরা তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পারবেন। এছাড়া বেদিসহ অন্যান্য জায়গাগুলো উন্নতমানের টাইলস স্থাপন করা হয়েছে। মূল প্রতিকৃতির ডানপাশে ৪ ফুট চওড়া ও ২০ উচ্চতার একটি ওয়াল স্থাপন করা হয়েছে যাতে বঙ্গবন্ধুর স্বাক্ষর করা একটি বাণী লিপিবদ্ধ আছে। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ও বিশ^বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী জালাল উদ্দিন তুহিনের যৌথ অর্থায়নে এটি নির্মিত হয়েছে।

ম্যুরালটির নকশা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলীমুজ্জামান টুটুল। এটির শিল্পী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের কনক কুমার পাঠক। ম্যুরালটি নির্মাণ খরচ প্রায় ৩৫ লক্ষ। 

উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের চেতনায় বঙ্গবন্ধুর দর্শন সঞ্চারিত করার জন্যে দৃশ্যমান এই নান্দনিক ম্যুরাল স্থাপন করা হয়েছে। এটি কেবল একটি সাধারণ ম্যুরালই নয়-এটিকে একটি শিল্পকর্ম হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। যার নান্দনিক সৌন্দর্য্য অনুপম। এটি অসাম্প্রদায়িক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম ভাস্কার্য।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর