রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন খাবার দোকানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে দোকান মালিকদের ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। সোমবার দুপুরে দোকানগুলোতে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের একটি দল এই আল্টিমেটাম দেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু সাঈদ মো. নাজমুল হায়দার জানান, ‘আমরা দোকানগুলোতে গিয়ে খাবার পরিবেশ পর্যবেক্ষণ করেছি। তাদেরকে আমরা বলেছি, তারা যেন ১৫ দিনের মধ্যে দোকানগুলোতে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। ১৫ দিন পর আমরা দোকানগুলোতে আবার অভিযান চালাব। তখন যে দোকানে খাবার পরিবেশ অস্বাস্থ্যকর বলে মনে হবে, তখন তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে খাবার দোকানগুলোর খাবার মান ও পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে দোকানগুলোর খাবারের মান ও পরিবেশ পর্যবেক্ষণের জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতর। সেখানে সহকারী প্রক্টর আবু সাঈদ মো. নাজমুল হায়দারকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর ড. মুহাম্মদ হাবিবুর রহমান, মো. হুমায়ুন কবীর, শিবলী ইসলাম, গাজী তৌহিদুর রহমান এবং রবিউল ইসলামকে সদস্য করা হয়। সহকারী প্রক্টরের এই দলটি আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, শহিদুল্লাহ চত্বর, পরিবহণ মার্কেটের দোকানগুলোতে অভিযান চালায়। এসময় তারা সাগর ক্যান্টিনে নোংরা পানি ও রানার দোকানে পরিচ্ছন্নতা দেখতে পান।
সহকারী প্রক্টর গাজী তৌহিদুর রহমান বলেন, সব দোকান মালিকদেরইে আমরা নোটিশ করেছি। প্রতি সপ্তাহে একদিন করে দোকানগুলো মনিটারিং করা হবে। ১৫ দিনের মধ্যে তারা যদি খাবার দোকানে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে।
বিডি প্রতিদিন/১২ মার্চ, ২০১৮/ওয়াসিফ