ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘নদীর অর্থনৈতিক পুনরুদ্ধারে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ ও অর্থনীতি বিভাগের যৌথ আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রওশান আরার সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রিভারাইন পিপুল এর সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সহকারী সম্পাদক শেখ রোকন।
এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের সাথে বিশ্ববিদ্যালয়ের যোঁগসূত্র রয়েছে। ৫২’র ভাষা আন্দোলন, উনসত্তরের গণ অভূত্থ্যান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারী বিরোধী অন্দোলন এসবগুলোতে নেতৃত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় যখন জাগে, মানুষ তখন জাগে। তাই বিশ্ববিদ্যালয়ের এই যে শক্তি, এটিকে নদী আন্দোলনের কাজে লাগাতে হবে।’
তিনি আরো বলেন, ‘নদী শুধুমাত্র আমাদের জীবিকা, অর্থনীতি ও ভূ খন্ডই গঠন নয়, আমাদের ইতিহাসেরও নির্মাতা। আমার স্বৈচার রুখেছি, আমার অগনতান্ত্রিক সরকার রুখেছি। আমি বিশ্বাস করি, বাংলাদেশের নদী আন্দোলনও আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা যেদিন জেগে উঠবেন, নদী আন্দোলনে সম্পৃক্ত হবেন। সেদিন নদীরা জেগে উঠবে, নদীর অর্থনীতিও জেগে উঠবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের পল্লী কর্ম সহায়তা ফান্ডের সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মুইত, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন, পল্লী কর্ম সহায়তা ফান্ডের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক ড. জসিম উদ্দিন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিসংখ্যান বিভাগের সভাপতি আলতাফ হোসেন রাসেল।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন