৫ এপ্রিল, ২০১৮ ২২:২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আগুন

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আগুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনের পেছনের একটি পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। নিরাপত্তা প্রহরী ও ফায়ার সার্ভিসের আধ ঘণ্টার যৌথ প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের পেছনের পাহাড়ে হঠাৎ আগুন লাগে। পরে শিক্ষার্থী ও নিরাপত্তা প্রহরীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা করে। কিন্তু তারা ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরের যৌথ প্রচেষ্টায় আধ ঘণ্টা চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে বেশিকিছু চারা গাছ ও বনজ সম্পদ নষ্ঠ হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। তবে পাহাড়ের বেশ কিছু গাছ পুড়ে গেছে। এতে বনজ সম্পদ নষ্ট হয়েছে। 

বিডি প্রতিদিন/০৫ এপ্রিল ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর