আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শনিবার সকাল ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিমনিসিয়ামের ইনডোরে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) ৮৭-৬৯ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা, গত ৪ মার্চ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। শনিবার ফাইনাল ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয় ইসলামী বিশ্ববিদ্যালয়।
খেলা শেষে বেলা সাড়ে ১২টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/০৭ এপ্রিল ২০১৮/এনায়েত করিম