‘ক্যাম্পাস আমার, দায়িত্বটাও আমার’ স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ক্লিন সাস্ট ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান' এই ক্যাম্পেইন পরিচালনা করে।
শনিবার সকালে সংগঠনের সদস্যরা লাইব্রেরী ভবনের সামনে থেকে চারটি দলে বিভক্ত হয়ে ফুডকোর্ট, গোলচত্বর, চেতনা একাত্তর, একাডেমিক ভবনগুলো, ইউনিভার্সিটি সেন্টার, শহীদ মিনার, কেন্দ্রীয় মিলনায়তনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়।
এ আয়োজনের আহ্বায়ক পিয়াল আহমেদ শান্ত ও এসএম নাঈমুল হাসান জানান, ‘আমরা নিজেরা হয়তো পুরো ক্যাম্পাসটাকে পরিষ্কার করতে পারবো না। কিন্তু ক্যাম্পাসটা সুন্দর রাখতে আমাদের সবার সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমাদের এ আয়োজন।
পরবর্তীতে ক্যাম্পেইন শেষে একটি চড়ুইভাতির আয়োজন করা হয় সংগঠনটির পক্ষ থেকে। এসময় উপস্থিত ছিলেন স্বপ্নোত্থানের সভাপতি মাহদীন আল নাফি, সহ-সভাপতি হাবিব রহমান, সাধারণ সম্পাদক রিজওয়ানুর রহমান পলাশ, সাবেক সভাপতি শাকিব হোসাইন, আল ফয়সাল অনিক, সহ-সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন তারিন, মেহেদী কবীর প্রমুখ। এদিন সদ্য বিদায়ী কমিটির সদস্যদের হাতেও সম্মাননা তুলে দেয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান