'নির্বাক শব্দেরা মুখরিত হোক মুক্তির আলোয় আলোয়' এ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হল ২য় আন্তর্জাতিক মুকাভিনয় উৎসব।
ঢাকা ইউনিভার্সিটি মাইম একশন (ডুমা)র আয়োজনে এই উৎসব চলবে ১০ এপ্রিল পর্যন্ত। উৎসবে অংশগ্রহন করছে জাপান, আমেরিকা, ইরান, জার্মান, নেপাল ও ভারতের ৪টি দল।
ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি আয়োজিত এ উৎসবে আরও অংশ নিচ্ছে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আঞ্চলিক মুকাভিনয় দলগুলো।
বিডি প্রতিদিন/৮ এপ্রিল, ২০১৮/ফারজানা