ইসলামী বিশ্ববিদ্যালয়ে রবিরার সকাল সাড়ে ১১টায় আনন্দ শোভাযাত্রা করেছে বিশ্ববিদ্যলয় শাখা ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় ক্যাম্পাসে শোভাযাত্রা করে তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে শোভাযাত্রাটি বের হয়। এটি ক্যাম্পাসের গুরত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে অনুষদ ভবনের নিচে এসে শেষ হয়। এসময় প্রধানমন্ত্রীর অসামান্য এই কৃতিত্বকে সম্মান জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ সজল, তৌকির মাহফুজ মাসুদ, রিজভী আহমেদ পাপন, সাকিল আহমেদ সুমন, ফয়সাল সিদ্দিকী আরাফাত, মনজুর রহমান, তন্ময় সাহা টনি, নিশান, আব্দুর রহিম, জোবায়ের, অনিক, রিয়ন মিয়াসহ কয়েক শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী।
বিডি প্রতিদিন/৮ এপ্রিল, ২০১৮/ফারজানা