ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইন্দ্রজিৎ কুমার, আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফ, উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী দেলোয়ার হোসেন সবুজ, নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমামুল বাকের এপোলো প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন